Image Title : #vivoTheMoment #vivoPhotographyChronicle #vivoV50 #vivoV505G #Lovevivo #contest #LoveBangladesh #vivoBangladesh ছবির নাম: সালাম ক্যাপশন: আরবি “সালাম” শব্দের অর্থ শান্তি ও দোয়া, কল্যাণ ইত্যাদি। ইসলামে সালামের অনেক গুরুত্ব রয়েছে। সালাম দিয়ে ইসলামে অভিবাদন জানানো হয়। পাশাপাশি এটি একটি দোয়াও। চেনা-অচেনা যে কারও সঙ্গে সাক্ষাৎ হলে সালামের মাধ্যমে অভিবাদন জানানো সুন্নত। এর মাধ্যমে মুসলিম পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শ্রদ্ধা তৈরি হয়।