Image Title : একদিন একজন কাস্টমার আসলো।মাস্ক ও স্নানগ্লাস পড়া ছিল।কন্ঠস্বরটা খুবই চেনা লাগছিল।কোথাও যেন দেখেছি।সাহস নিয়ে বললাম স্যার আপনার বয়েজটা অনেকটা তাহসান স্যারের মত।এবং আপনাকে বলে উঠলেন আপনি কি নিশ্চিত। আমি বললাম স্যার হ্যাঁ স্যার। তিনি মাস্ক খুলে বললেন আসেন সেলফি তুলি